আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির ছাতনি ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের শারমিন আখতার শাম্মি (১৫) নামের দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। তাকে অপহরন করা হয়েছে নাকি সেচ্ছায় আত্মগোপন করেছে এ নিয়ে গ্রামে নানা গুঞ্জন চলছে। এ ব্যাপারে ওই ছাত্রীর খালা ছাতনি মন্ডলপাড়ার তানজিলা থানায় একটি জি.ডি করেছেন। পুলিশ জানান,শারমিন আখতার শাম্মি তার খালা তানজিলার বাসায় থেকে উক্ত বিদ্যালয়ে লেখাপড়া করছিল। শাম্মি এবার এসএসসি পরীক্ষা দিবে। শুক্রবার সকাল ১০ টায় বিদ্যালয়ের কথা বলে খালার বাড়ী থেকে বের হয়ে বাড়ীতে না ফিরে রহস্য জনক ভাবে নিখোঁজ হয়।