সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে খাস খাড়ি ও পুকুর সংস্করনের দাবিতে ২০ ডিসেম্বর শুক্রবার উপজেলার লক্ষীপুর আদিবাসী পাড়ায় এক কৃষানী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারী সংগঠন এইচ আর ডি এস বরেন্দ্র প্রচারনা দল রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কো-অডিনেটর মোঃ রেজাউল করিম, প্রগ্রাম ম্যানেজার সুলতানা পারভীন, ইউনিয়ন এ্যাকশন ওয়ার্কার দিলমনী কুজুর, সাদেকুল ইসলাম, শহিদুল ইসলাম ও ইউপি সদস্য ফাইমা আকতার প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য কৃষানী বধুরা সেখানে উপস্থিত ছিলেন।