শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সমঝোতার পথ সব সময়ই খোলা : তথ্যমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২০, ২০১৩ ৬:১১ অপরাহ্ণ

inu_শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংবিধান সমুন্নত রেখে রাজনৈতিক সমঝোতার পথ সব সময়ই খোলা আছে। তিনি ২০ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় ওই কথা বলেন।
এসময় তিনি বলেন, তবে এর আগে তাদের আগুন দিয়ে মানুষ হত্যা বন্ধ করতে হবে। জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে হবে।
বিরোধী দল কালক্ষেপণের নীতি গ্রহণ করেছে, অভিযোগ করে তিনি বলেন, তফসিল ঘোষণার আগে ২/৩ বছর সময় ছিল সমঝোতা কিংবা আলাপ-আলোচনার জন্য। কিন্তু তারা কালক্ষেপণ করে একদিকে জল ঘোলা করেছে, অন্যদিকে যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করেছে।
সংবিধান অনুযায়ীই নির্বাচন করতে হবে জানিয়ে ইনু বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য কঠোরভাবে দমন করা হবে। তাদের চিরতরে উচ্ছেদ করা হবে।
বিরোধী দল দশম জাতীয় সংসদ নির্বাচন বন্ধের যে দাবি করছে তা অযৌক্তিক ও অসাংবিধানিক দাবি  করে তথ্যমন্ত্রী বলেন, এই নির্বাচন ক্ষমতা কুক্ষিগত করে রাখার নির্বাচন নয়। সরকার সংবিধান সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!