স্টাফ রিপোটার : শেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি পাইপ গানসহ নুরুন্নাহার (৩৫) নামে এক গৃহবধূকে আটক করেছে থানা পুলিশ। ২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে জেলার পাকুরিয়া ইউনিয়নের লোকাইপাড় গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে পাইপগানসহ ওই মহিলাকে আটক করা হয়।
জানা যায়, শুক্রবার বেলা গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের পাকুরিয়া ইউনিয়নের লোকাইপাড় গ্রামে অভিযান চালিয়ে একটি পাইপগানসহ নুরুন্নাহার নামে গৃহবধূকে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা নূর ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।