রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেওয়া কাদের মোল্লার পক্ষে পাকিস্তানের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব ও ইমরান খানের বক্তব্যের বিরুদ্ধে রাজীবপুর উপজেলা ও ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। এসময় বিক্ষোভ কারীরা থানামোড় চত্ত্বরে পাকিস্তানের জাতীয় পতাকা ও ইমরান খানের ছবিতে আগুন দিয়ে প্রতিবাদ জানায়। গতকাল বৃহষ্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম ফুল ও রাজীবপুর ডিগ্রিকলেজ শাখা ছাত্রলীকের সাধারণ সম্পাদক তারেক মাহমুদ রবিন এর নেতৃত্বে ওই কর্মসূচী পালন করা হয়।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে ১২ ডিসেম্বর জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। এখবরে ১৬ডিসেম্বর পাকিস্তানের জাতীয় সংসদে কাদের মোল্লার ফাঁসির নিন্দা জানিয়ে এক শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এবং সেদেশের স্বারাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী সংসদকে জানান, কাদের মোল্লার আমৃত্যু অখন্ড পাকিস্তানের সমর্থক ছিলেন। তাকে নিছক ‘বিচারিক হত্যা’ করা হয়েছে। অপরদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান কাদের মোল্লাকে নির্দেশ দাবি করেন।
এ খবরে বাংলাদেশে নিন্দার ঝড় বয়ে যায় এবং বিভিন্ন স্থানে পাকিস্তান বিরোধী বিক্ষোভ দানা বাধতে থাকে।