মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে চাষীরা ব্যাপক উৎসাহ-উদ্দিপনা নিয়ে সরিষা চাষে বাম্পার ফলনের আশা করছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সরিষা চাষে ব্যাপক সমারোহ। ফুলে ফুলে ছেয়ে গেছে সরিষার গাছ। মনে হয় প্রতিদিন সূর্যের আলোয় ফুলের হাসী জল জল করছে। আর কিছুদিনের মধ্যে উঠে আসবে চাষীদের প্রতিক্ষিত ফসল সরিষা। সদর ইউপি’র কিশামত পুনকর গ্রামের সরিষা চাষী সুমন রায় (৩০), আলু চাষের পাশাপাশি এবারে ব্যাপক সরিষার চাষ করেছেন। সুমন রায় জানান, এ বছর তিনি প্রায় ৬০ শতাংশ জমিতে সরিষা চাষ করেছেন। প্রতিদিনই সরিষা ক্ষেতে পরিচর্যা করে ভালো ফলনের আসা করছেন। তিনি আরও জানান, পোকার হাত থেকে রক্ষার জন্য কীটনাশক ঔষুধ ব্যবহার করে আসছি। ওষুধ ও সারের দাম সহনশীল থাকায় খুব সহজেই সরিষা চাষ করে আসছি। আশা করছি অল্প কয়েকদিনের মধ্যেই জমি থেকে সরিষা তুলে নিতে পারবো। সরিষার দাম জানতে চাইলে তিনি জানান, গতবারের তুলনায় এবারে সরিষার দাম অনেক বেশী। মন প্রতি ২৫০০ থেকে ৩০০০ হাজার টাকার মধ্যে রয়েছে। তিনি বলেন, যদি তেল মিলার মালিকরা সরাসরি আমাদের কাছ থেকে সরিষা ক্রয় করে তাহলে আমরা সঠিক মূল্যে বিক্রি করতে পারবো। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায় জানান, বর্তমানে তেল উৎপাদন ক্ষেত্রে সরিষার চাহিদা রয়েছে এবং সব জায়গায় সরিষা পাওয়া যায় না। এই সরিষা তেলসহ অনেক কাজে ব্যবহার করা হয়। তিনি অফিস সূত্রে নিশ্চিত করেন এ বছর রাজারহাট উপজেলায় ১শ’ ২০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশী।