মেহের আমজাদ,মেহেরপুর ঃ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ মাও. কাজী রুহুল আমিন (৯০) আর নেই। ১৯ ডিসেম্বর বৃহষ্পতিবার বেলা ১ টার দিকে তিনি ঢাকার জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল¬াহি—–রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাযে জানাজা আজ শুক্রবার বেলা সাড়ে ৯ টার সময় তাঁর নিজ গ্রামে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুম কাজী রুহুল আমিন ছিলেন যুগ্মসচিব জাহাঙ্গীর আলমের পিতা ও মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলমের শ্বশুর। তিনি বেশ কিছুদিন যাবত বার্ধ্যক্য জনিত রোগে ভুগছিলেন।