শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিলাইছড়িতে ভিজিডি’র চাল নিয়ে লঙ্কাকান্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২০, ২০১৩ ৩:৫১ অপরাহ্ণ

Rangmati_District_Map_Bangladesh-31বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর প্রদত্ত ভিজিডি চাল না পেয়ে খালি হাতে বাড়ি ফেরত যেতে হয়েছে সুবিধাভোগীদের। গরীব ও দুঃস্থ মহিলাগণ সঞ্চয় টাকা জমা দিতে না পারায় এমনটি ঘটেছে।
সংশ্লিষ্টরা জানায়, উক্ত টাকা গ্রহণের দায়িত্ব এনজি সংস্থা ‘পাড়া’ এর। মাছাকাটাছড়া এলাকার সুজিত তঞ্চঙ্গ্যা ও বহলতলীর মোঃ মাসুক জানান, সঞ্চয় টাকা দিতে না পারায় অনেককে চাল না পেয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে আর অনেকে দু’শত টাকা জমা দেয়া সত্ত্বেও ইউপি সচিব চাল দিচ্ছে না। কিন্তু বকেয়া সম্পূর্ণ টাকা দিতে অপারগ সুবিধাভোগীদেরকে চাল না দিয়ে ইউপি সচিব অনিল কান্তি তঞ্চঙ্গ্যা কর্তৃক ফিরিয়ে দেওয়ায় এ নিয়ে ভুক্তভোগীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এসব অভিযোগ নিয়ে ভুক্তভোগীরা বিলাইছড়ি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সুব্রত দেওয়ানকে অবহিত করলে তখন তিনি ইউপি সচিব অনিল কান্তি তঞ্চঙ্গ্যা’র নিকট জানতে চাইলে সাংবাদিকের প্রতি  অশোভন আচরণ করে তথ্য জানাতে অসম্মতি প্রকাশ করেন। ইউপি সচিব উত্তেজিত হয়ে সাংবাদিকদের জানান, সুবিধাভোগীদের কাছ থেকে সঞ্চয় টাকা না পেলে চাল না দেয়ার জন্য উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিষেধ করেছেন।
এর পর মুঠোফোনে মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি চাল বিতরণ বন্ধ রাখার কোন নির্দেশ দেন নি বলে জানান। এসব ব্যাপাারে বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এর নিকট জানতে চাইলে তিনি জানান, সঞ্চয় টাকা গ্রহনের দায়িত্ব এনজিও’র। তিনি আরও জানান, ইউপি সচিবের আচরণ সংক্রান্ত ব্যাপারটি দুঃখজনক ও অনাকাঙ্খিত।
এসব নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউপি সচিবের আচরণের ব্যাপারটি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে জানানো হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!