বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সভাপতি রমেশ চন্দ্র সেন শুক্রবার দুপুর আড়াই টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপজেলার চালকল মালিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন-বাংলাদেশ এখন খাদ্য সয়ংসম্পন্ন দেশ। দেশে এখন খাদ্য সংকট নেই। দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। মিলারদের উদ্দেশ্যে তিনি বলেন, চলতি মৌসুমে গুদামে ফ্রেশ চাল দেওয়ার জন্য সকলের প্রতি আহŸান জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশি, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক নুর, জেলা আওয়ামীলীগের নেতা স্বপন, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জহিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুল ইসলাম, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি সামশুজ্জোহা, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।