বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জে পারিবারিক কলহের জের ধরে অমল ঘরামী (৪৪) নামের এক দিন মজুরের বিষপানে আত্মহত্যার খরব পাওয়া গেছে। ২০ ডিসেম্বর শুক্রবার ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাদলা গ্রামের মৃত্যু মুকুন্দ্র ঘরামীর বড় ছেলে ২ সন্তানের জনক দিন মজুর অমল ঘরামী (৪৪) বৃহস্পতিবার স্ত্রীর সাথে ত্চ্ছু ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। ওই ঘটনায় শুক্রবার দিনমজুর অমল ঘরামী রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পরে। ভোর রাতে কোন এক সময় বাসায় থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে তার চিৎকার শুনে তার ঘুমন্ত স্ত্রী ডাক চিৎকার দিলে আশেপাশের প্রতিবেশীরা এসে তাৎক্ষনিক বরিশাল শেবাচিমে হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওই ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
