শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনা-১ আসনে হেভীওয়েট দুই প্রার্থীর নির্বাচনী লড়াই এখনও জমছে না

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২০, ২০১৩ ৭:৩১ অপরাহ্ণ

15পাবনা প্রতিনিধি : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (বেড়া সাঁথিয়া) নির্বাচনী এলাকায় হেভী ওয়েট দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় নামলেও কোন ভাবেই এলাকায় প্রচার প্রচারণাসহ নির্বাচনী কার্যক্রম জমে উঠছেনা। বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সাবেক ও বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে নির্বাচনী প্রতিযোগিতায় নেমেছেন বাংলাদেশের সংবিধান প্রনেতা কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আওয়ামীলীগের সংস্কারপন্থী নেতা বলে খ্যাত ড. অধ্যাপক আবু সাইয়ীদ। তবে নির্বাচনী মাঠ গরম না হলেও ইতোমধ্যে মামলা মোকদ্দমা, অভিযোগ পাল্টা অভিযোগে আদালত ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে নথীর স্তুপ জমতে শুরু করেছে।
বিগত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের আমীর মওলানা মতিউর রহমান নিজামীকে বিপুল ভোটে পরাজিত করে আওয়ামলীগের রাজনীতিতে সামনের কাতারে উঠে আসেন এড. শামসুল হক টুকু। উপঢৌকন হিসেবে তিনি প্রথমে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। মন্ত্রীত্ব লাভের পর স্থানীয় আওয়ামীলীগের রাজনীতিতে তিনি ব্যাপক রদবদল ও সংস্কার করে বেশ সমালোচনার মুখে পরেন খোদ দলীয় ভাবে। একই সাথে তিনি তাঁর অনুজ বেড়া পৌর সভার মেয়র আব্দুল বাতেনের নানা বিতর্কিত কাজের জন্য বেশ সমালোচনায়ও পড়েন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও তার অনুজ মেয়র আঃ বাতেনের ক্ষমতাকালে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটলেও স্থানীয়দের সাথে তাদের সম্পর্কের বেশ অবনতি ঘটে। ঠিক এমনই এক পরিস্থিতিতে এই নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বীতায় নামেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আওয়ামীলীগের আর এক নেতা ড. অধ্যাপক আবু সাইয়ীদ। অধ্যাপক আবু সাইয়ীদ ও শামসুল হক টুকু একই গ্রামের (বৃশালিখা) বাসিন্দা। এই নির্বাচনী এলাকার আর এক হেভীওয়েট প্রার্থী জামায়াতের আমীর মওলানা মতিউর রহমান নিজামী যুদ্ধাপরাধীর অভিযোগে করাগারে বিচারাধীন রয়েছে, এবং রাজনৈতিক ভাবে নিষিদ্ধ দলের নেতা ও নির্বাচন বর্জনকারী জোটের অন্যতম শরীক দল হওয়ার সুবাদে তিনি প্রতিদ্বন্দ্বীতা করছেননা। তাছাড়া ১৮ দলীয় জোট নির্বাচন বর্জন করায়  বর্তমান হেভীওয়েট দুই প্রতিদ্বন্দ্বী ড. সাইয়ীদ ও শামসুল হক টুকুর মধ্যে কাউকেই ছোট করে দেখা বা দুর্বল প্রার্থী ভাবার অবকাশ নাই। অন্য দিকে আধ্যাপক আবু সাইয়ীদ বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর জন্য বেশ শক্তিশালী প্রতিদ্বন্বী হওয়া সত্বেও তাঁর নৌকা প্রতিক ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হওয়ায় অনেকটা শুবিধাজনক অবস্থায় আছেন এবং ফুরফুরে মেজাজে র‌্যাব পুলিশ পাহারায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তাছাড়া নির্বাচনী আচরণ বিধিতে ভোটারদের আপ্যায়ন নিষিদ্ধ হলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচন সমন্বয়কারী প্রধান আব্দুল বাতেন প্রায় প্রতিটি মহল্লা বা গ্রামে নির্বাচনী মিটিং করায় সময় ভোটারদেরকে খিচুরী দিয়ে আপ্যায়ন করছেন সেই শুরু থেকেই।  আবার অপর দিকে সতন্ত্র প্রার্থী হিসেবে তালা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করায় এবং সমর্থকদের বিরুদ্ধে নানা রকম মামলা মোকদ্দমার ঝামেলা চাপায় অধ্যাপক ড. আবু সাইয়ীদ অনেকটা বেকায়দা অবস্থার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। উল্লেখ্য পাবনা-৬৮/১ নির্বাচনী এলাকায় মোট ভোটারের মধ্যে আওয়ামীলীগের ভোটারের সংখ্যা প্রায় ৪০ শতাংশ এবং বিএনপি জামায়াত মিলে যৌথভাবে ভোটারের সংখ্যাও প্রায় একই রকম। বাকী ১০ শতাংশ ভোটার অন্যান্য দল বা নির্দলীয়। বিগত কযেকটি জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটারের অনুপাত প্রায় এরকমটাই লক্ষ্য করা গেছে। আসন্ন নির্বাচনে জামায়াত বিএনপি ভোট বর্জন করলেও তাদের সব সমর্থকরা ভোট প্রদান থেকে বিরত থাকবেন বলেও মনে হচ্ছেনা। এই নির্বাচনী এলাকার জামায়াত শিবিরের সাথে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুজ বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনের বেশ শখ্যতা রয়েছে। তবে এই সখ্যতা এবারের নির্বাচনে কাজে নাও লাগতে পারে। এদিকে বেড়া উপজেলা ও বেড়া পৌর বিএনপি এবং জামায়াতের উল্লেখযোগ্য তেমন কোন আন্দোলনমুখী কর্মসুচি না থাকায় এবং বলিষ্ঠ নেতৃত্বের অভাবে এ দুটি দলের ভোটাররা ভোটের সময় ভোট প্রদান বন্ধ রাখবেন বলেও মনে হচ্ছেনা। একই অবস্থা বিরাজ করছে সাঁথিয়া উপজেলা বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে। উল্লেখ্য, এই নির্বাচনী এলাকা থেকে যে যখনই এমপি নির্বাচিত হয়েছেন-তিনিই মন্ত্রীত্ব লাভ করেছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!