মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় পাকিস্তান পার্লামেন্টে শোক ও নিন্দা প্রস্তাব পাশ করার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মধুখালীতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মধুখালী উপজেলার গণজাগরন মঞ্চের আহবায়ক ও প্রবিণ রাজনৈতিক ব্যাক্তিত্ব হাজী আঃ মালেক সিকদার এর সভাপতিত্বে মধুখালী বাজার চৌরাস্তায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ওয়াকার্স পাটির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা ,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু,উপজেলা ওয়াকার্স পাটির সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা ওয়াকার্স পাটি নেতা মোঃ সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক মোঃ ওহিদুজ্জামান বাবলু, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারন সম্পাদক মির্জা আকতারুজ্জামান খোকন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন পাকিস্তানের স্বরূপ উন্মুচিত হয়েছে । জামায়াত শিবির যে পাকিস্তানের দোসর, সেটা তারা প্রমান করেছে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের বিরুদ্ধে পার্লামেন্টে শোক ও নিন্দা প্রস্তাব পাশ করার মধ্য দিয়ে। সমাবেশে বক্তারা বাংলাদেশে অবস্থিত পাকিস্তানী দুতাবাস বন্ধেরও দাবি জানান।