দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের শিশু বিদ্যালয় দি চাইল্ড লার্নিং হোমস্ এর বার্ষিক মুল্যায়ন পরীক্ষা-১৩ এর ফলাফল প্রকাশনা অনুষ্ঠান ২০ ডিসেম্বর শুক্রবার স্কুল মাঠে অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে দি চাইল্ড লার্নিং হোমস্ এর পরিচালক আমিনুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম রফিকুল ইসলাম রফিক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দিলদার হোসেন খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক এ কেএম ইয়াহিয়া,সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, শিক্ষক শহিদুল ইসলাম,লার্নিং হোমসের কো-অর্ডিনেটর হীরেন কুমার দাস,শিক্ষক মাসুম বিল্লাহ্ প্রমুখ।
উল্লেখ্য যে, স্কুলে ১৬১ জন ছাত্র ছাত্রীর মধ্যে শতভাগ ছাত্রছাত্রী কৃতকার্য্য হয়েছে।