আমতলী প্রতিনিধি : বরগুনা-১ (সদর,তালতলী ও আমতলী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক খাদ্য উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি শুক্রবার সকালে বগীরহাট বাজারে ও বিকেলে তালতলীতে পৃথক পৃথক দু’টি কর্মী সভা এবং নির্বাচন উপলক্ষে দোকানে দোকানে ভোটারদের সংগে মতবিনিময় করেন। বগীরহাট বাজারের ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে অনুষ্ঠিত কর্মী সভায় পচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু জাফর খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন চুন্নু, আওয়ামীলীগ নেতা রেজবি উল কবির জোমাদ্দার, উপজেলা আওঃ সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার ও উপজেলা যুবলীগ সভাপতি চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু প্রমুখ। তালতলীর খাস কাচারী মাঠে সদর বড়বগী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হযরত আলী জোমাদ্দারের সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক জোমাদ্দার, জেলা মুক্তিযোদ্দা কমান্ডার আলহাজ্ব মোঃ আবদুর রসিদ, ইসলামীক ফাউন্ডেশনের সাবেক পিডি একেএম কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা গোলাম সরোয়ার ফোরকান, জেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন রাসেল, কেশব লাল শীল ও আওয়ামীলীগ নেতা কামরুল আহসান প্রমুখ।