ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার পল্লীতে পারিবারিক কলহের জের ধরে বাবুরাম মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ২০ ডিসেম্বর শুক্রবার দুপুরে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা লোহাইডাঙ্গা এলাকার বৃদ্ধ বাবুরাম মন্ডলের পরিবারের সদস্যদের সাথে কলহ অব্যাহত ছিল। এ কারনেই সে দুপুরে সকলের অজান্তে বাড়ির পিছনে আমগাছের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের পর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।