ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আবারও দেখা মিললো বিরল প্রজাতির দুটি শকুনের । খাবারের অভাবে ভীষন দুর্বল হয়ে পড়েছে পাখিগুলো। অবরোধের কারণে পাখি দুটো সংরক্ষন নিয়ে বিপাকে পড়েছে বন বিভাগ।
২০ ডিসেম্বর শুক্রবার সকালে সদর উপজেলার মহাদেবপুর ও দেবীগঞ্জ গ্রাম থেকে ওই পাখি দুটি কে উদ্ধার করে বন বিভাগে কর্মীরা। পরে প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। ১৫ দিন আগে জগন্নাথ পুর গ্রাম থেকে আরও দুটি বিরল প্রজাতির শুকুন উদ্ধার করে বন বিভাগ। ওই পাখিগুলোকে দিনাজপুরে সংরক্ষন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বন বিভাগের ফিল্ড অফিসার হরিপদ দেবনাথ জানান,চিলারং ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান খবর দিলে মহাদেব পুর ও দেবীগঞ্জ গ্রাম থেকে অসুস্থ অবস্থায় পাখি গুলোকে উদ্ধার করা হয়।
বন বিভাগের সহকারী বনরক্ষণ কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ জানান, শীত প্রধান অঞ্চল থেকে নিজেকে বাঁচার জন্য এই পাখি গুলো বাংলাদেশে আসে। তিনি আরও বলেন প্রতিবছর এ সময়ে পঞ্চগড় ও ঠাকুরগাঁও অঞ্চলে বিরল প্রজাতির শকুনের দেখা মিলে।