বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বেতাগীতে ২১ তম জাতীয় টিকা দিবস সফল বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের আয়োজনে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুস্তম আলীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার,বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর সাত্তার, উপজেলা কৃষিকর্মকর্তা জাকির হোসেন তালুকদার, বেতাগী প্রেস ক্লাবের সাধরন সম্পাদক সাইুল ইসলাম মন্টু ও ইজওয়ার পরিচালক রফিকুল ইসলাম।