জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : অবরোধ চলাকালে গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাতকের গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। বাজার ও পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে পুলের মুখে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন ১৮দলীয়জোটের আহবায়ক, বিএনপি নেতা মইজ উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান এমরানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা ১৮দলীয়জোটের আহবায়ক আলহাজ্ব মোশতাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা কাজি মাওলানা আব্দুস সামাদ, উপজেলা বিএনপি নেতা নুর আলম মেম্বার, শুকুর আলী মেম্বার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক কয়ছর আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মানিক, নজমুল হোসেন মেম্বার। বক্তব্য রাখেন, বিএনপি নেতা দিল হোসেন মেম্বার, ছাদিকুর রহমান, যুবদলের দিদার আলম, জগলু মিয়া, এমাদ উদ্দিন, আব্দুল কাইয়ূম তালুকদার, শামীম আহমদ, জাবেদ হোসেন, সুহেল মিয়া, শানুর আহমদ রাজু, রুহেল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল হাই, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, ছাত্রদল নেতা হেলাল আহমদ, সাজু আহমদ, আমির আলী, আব্দুল মান্নান, লাল মিয়া, ইমন রহমান, ওলিউর রহমান, রসিক আলী, লিকসন মিয়া, মোস্তাকিন আলী, সেলিম আহমদ, জুয়েল আহমদ, বিলাল মিয়া, মুজিবুর রহমান, সেবুল আহমদ প্রমুখ। সভায় বক্তারা সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনসহ ছাতক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।