জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় ধারনবাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী সুন্দর আলী, পীর ছায়াদুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম, সাজ্জাদুর রহমান, যুগ্ম সম্পাদক সুন্দর আলী আঙ্গুর, রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়জুল আমিন, সহ-দপ্তর সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি চেরাগ আলী, সাংগঠনিক সম্পাদক মিছবাহ আহমদ, শ্রমিকদল নেতা তেরাব আলী, আব্দুলাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির আহমদ, বিএনপি নেতা জিলুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, যুবদল নেতা বদরুল আলম, আব্দুল কাইয়ূম, এমরান আহমদ, উপজেলা ছাত্রদল নেতা মির্জা বাবলু, ইউনিয়ন ছাত্রদল নেতা হাবিবুর রহমান, কবির হোসেন, সেলিম আহমদ, আবু বকর, এমরান আহমদ, সাঈদ আহমদ, শামীম আহমদ প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল রাজনৈতিক হয়রানীমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।