চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : চারঘাটে ট্রাক চাপায় মরিয়ম ইসলাম পপি (৪৮) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মিয়াপুর গ্রামের তৌফিকুল ইসলামের স্ত্রী। ২০ ডিসেম্বর শুক্রবার ওই ঘটনা ঘটে।
জানা যায়, পপি বাবার বাড়ি কাঁকনহাট থেকে শ্বশুরবাড়ি চারঘাট মিয়াপুর আসার পথে চারঘাট বাজারের চৌরাস্তায় বাঘা থেকে রাজশাহী গামী একটি ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। এ রিপোর্ট লিখা পর্যন্ত চারঘাট মডেল থানায় কোন মামলা হয়নি।