তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা কান্দিরপাড় লাকসাম রোডস্থ রামঘাট মসজিদের বিপরীত পার্শ্বের গলিতে মাসুদা ভিলাস্থিত কুমিল্লায় এই প্রথম মহানগর হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার এর উদ্বোধন করা হয়। ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ওই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রখ্যাত হোমিও চিকিৎসক অধ্যাপক ডা: এফ জামান।
অনুষ্ঠানে ডা: মো: মহিন উদ্দিন মজুমদার (মনির) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সাপ্তাহিক সময়ের পথ সম্পাদক ডা: এম. বাচ্চু মিয়া বকাউল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মতিউর রহমান, সাংবাদিক তাপস চন্দ্র সরকার, সাংবাদিক ডা: বিষ্ণুপদ ভট্টাচার্য্য, ইউনাইটেড হাসপাতালের পরিচালক ডা: নিলুফা পারভিন, বুড়িচং উপজেলার ষোলনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডা: মোসাঃ আঞ্জুমান আরা বেগম, নিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষিকা ডা: পলি রায়। এ সময় উপস্থিত ছিলেন- ডা: বেগম নূর জাহান ও ডা: মোঃ কায়সার আলী সহ আরো অনেকে।
জানা যায়- ওই প্রতিষ্ঠানে নিয়মিত সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখবেন- হোমিও কন্সালটেন্ট ডা: এফ জামান, ডা: মোঃ আতিকুল ইসলাম চৌধুরী, ডা: মোঃ মহিন উদ্দিন মজুমদার (মনির), ডা: জালাল উদ্দিন, ডা: শাহানারা চৌধুরী, ডা: নিলুফা পারভিন ও ডা: এম.এ রশিদ। আরো জানা যায়- ওই প্রতিষ্ঠানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সকল প্রকার রোগীর চিকিৎসা প্রদান, কম্পিউটারাইজড পদ্ধতিতে হোমিও প্যাথি চিকিৎসা দেয়া, প্রয়োজনে বোর্ড গঠনের মাধ্যমে জটিল ও পুরাতন রোগীর চিকিৎসা দেয়া, সকল প্রকার দেশী ও বিদেশী ঔষধ পাইকারী ও খুচরা বিক্রি, অটো-মিশিনের মাধ্যমে ৫০ সহস্রতমিক ঔষধ তৈরী করা সহ পাইকারী ও খুচরা ঔষধ বিক্রয় করা এবং বিনা অপারেশনে ব্যাথা-যন্ত্রণা ও রক্তপাত ছাড়াই, শুধুই মেডিসিনাল থেরাপির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে নাকের পলিপাস রোগের চিকিৎসা করা হবে।