তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লায় ভোটার বেড়েছে ৫ লাখ ৫ হাজার ৯৭ জন। এর মধ্যে পুরুষের চেয়ে নারী ভোটার বেড়েছে ৪০ হাজার ৬শ ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৬ লাখ ৬১ হাজার ১৩ জন এবং নারী ভোটার ১৭ লাখ ১ হাজার ৭ শ’ ১১জন। ভোট কেন্দ্র বেড়েছে ১ শত ৬১ টি এবং ভোট কক্ষের সংখ্যা বেড়েছে ৭শ’দশটি। আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশনের কুমিল্লা জেলা কার্যালয়। ইতিমধ্যে প্রাথমিকভাবে ভোটার সংখ্যা, ভোট কেন্দ্র ও ভোট কক্সের তালিকা চুড়ান্ত করা হয়েছে।
আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে সচিবালয়ের নীতিমালা এবং নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে তৈরি ভোটার তালিকা ও ভোটকেন্দ্র সংক্রান্ত হালনাগাদ তথ্যাবলী ইতোমধ্যেই নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে জেলা নির্বাচন অফিস। নির্বাচন কমিশন সচিবালয়ে জেলা নির্বাচন অফিস প্রেরিত তালিকা অনুযায়ী দেখা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬টি উপজেলা সমন্বয়ে গঠিত ১১টি সংসদীয় আসনের এ জেলায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখ ৬২ হাজার ৭শ ২৪ জন। যা বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে ছিল ২৮ লাখ ৫৭ হাজার ৬শ’ ২৭ জন।
তালিকায় এবার পুরুষ ভোটারের সংখ্যা ১৬ লাখ ৬১ হাজার ১৩ জন এবং নারী ভোটার ১৭ লাখ ১ হাজার ৭ শ’ ১১জন। হিসেব অনুযায়ী এবার পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যা ৪০ হাজার ৬শ ৯৮ জন বেশি।
জেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতে যাচাই, বাছাই, আপত্তি গ্রহণ ও শুনানি শেষে এসব তথ্য চূড়ান্ত করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ তালিকা অনুসারে ভোট গ্রহণ হবে বলে তিনি জানান।
নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরিত তালিকা অনুযায়ী: কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে এবার মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ২শ’ ৩২জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৮শ’ ৩৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৩শ’ ৯৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১শ’ ২৮টি এবং ভোট কক্ষ ৬ শ’ ৮৭টি। নতুন ভোট কেন্দ্রের সংখ্যা ১২ টি।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে মোট ভোটার ২ লাখ ৫১ হাজার ৭শ’ ১৭জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৩ হাজার ৬শ’ ২০ জন এবং নারী ভোটার ১ লাখ ২৮ হাজার ৯৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯৫ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৫শ’ ১৭ টি। নতুন ভোট কেন্দ্রের সংখ্যা ৭টি।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৬শ’ ৫২ জন। এখানে পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ২শ’ ৩৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৪ শত ১৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১ শ’ ৩১ টি এবং ভোট কক্ষ থাকবে ৬ শ’ ১ টি। নতুন ভোট কেন্দ্রের সংখ্যা ১৬ টি।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৪ শ’ ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৩ শ’ ৮০ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৭ হাজার ৯২ জন। ভোট কেন্দ্র ৮টি এবং ভোট কক্ষ ৫শ’ ৫৫টি।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) আসনে ৩ লাখ ২০ হাজার ৮শ’ ৮৮ জন ভোটার। এর মধ্যে পরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১শ’ ২০ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭শ’ ৮৬ জন। মোট ভোট কেন্দ্র ১শ’ ২১টি এবং ভোট কক্ষ ৬শ’ ৪৪টি। নতুন ভোট কেন্দ্র ১৭টি।
কুমিল্লা-৬ (আর্দশ সদর) আসনে মোট ভোটার ৩ লাখ ১৬ হাজার ৩শ’ ৭৯ জন। ১ লাখ ৫৯ হাজার ৫শ’ ৯০ জন পুরুষ এবং ১ লাখ ৫৬ হাজার ৭শ’ ৮৯ জন নারী ভোটার। ভোট কেন্দ্র ১০১টি এবং ভোট কক্ষ ৬শ’ ২১টি। নতুন ভোট কেন্দ্র ২২টি।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মোট ভোটার ২ লাখ ২১ হাজার ৪শ’ ৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৬শ’ ৭৮জন এবং নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৭শ’ ৭৬ জন। ভোট কেন্দ্র ৭২টি এবং ভোট কক্ষ ৪শ’ ৩৮টি। নতুন ভোট কেন্দ্র ৮টি।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে নতুন করে সীমানা বিন্যাস করে এলাকার আয়তন কমে যাওয়ায় ভোটার সংখ্যা, ভোট কেন্দ্র এবং ভোট কক্ষের সংখ্যাও কমেছে। এ আসনে বর্তমান ভোটার সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৮শ’ ৯৭ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২২ হাজার ৫শ’ ৭৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৩০ হাজার ৩ শ’ ২৪ জন।
এ আসনে নবম জাতীয় সংসদ নির্বাচন কালীন মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৭ হাজার ২ শ’ ১১ জন। বর্তমানে ভোটার সংখ্যা কমেছে ৬৪ হাজার ৩ শ’ ১৪ জন। বর্তমানে এ আসনে ভোট কেন্দ্র ৮৬টি এবং ভোট কক্ষ ৪ শ’ ৮৯টি। নতুন ভোট কেন্দ্র ২০টি।
নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ৯৯টি এবং ভোট কক্ষ ছিল ৬শ’ ১৭টি। ভোট কেন্দ্র কমেছে ১৩টি এবং ভোট কক্ষ কমেছে ১শ’ ২৮টি।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে এবার মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ৩ শ’ ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৪ শ’ ৭৭জন এবং নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮ শ’ ৩৮ জন। ভোট কেন্দ্রে ১ শ’ ১৭টি এবং ভোট কক্ষ ৬ শ’ ৬৯ টি নতুন ভোট কেন্দ্র ১৪ টি।
কুমিল্লা-১০ (সদর দক্ষিণ- নাঙ্গলকোট) সীমানা পুনর্বিন্যাসের কারণে এ আসন জেলার সবচেয়ে বড় আসনে রূপ নিয়েছে। এ আসনে বর্তমান ভোটার সংখ্যা ভোট কেন্দ্র এবং ভোট কক্ষের সংখ্যা বেড়েছে। বর্তমানে এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ১শ’ ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৪ শ’ ২ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৬ হাজার ৭ শ’ ৯৬ জন।
ভোট কেন্দ্র ১ শ’ ৬৩টি এবং ভোট কক্ষ ৯শ’ ৪৯টি। নতুন ভোট কেন্দ্র ১৫ টি। নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৮৪ হাজার ১শ’ ৬৯ জন। এবার এ আসনে ভোটার বেড়েছে ২লাখ ১শ’ ২৯ জন। ভোট কেন্দ্র বেড়েছে ৫৯ টি এবং ভোট কেন্দ্র বেড়েছে ৩শ’ ১৬ টি।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে এবার মোট ভোটার ২ লাখ ৭৮ হাজার ৫শ’ ২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ১ শ’ ১৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৪১ হাজার ৪ শ’ ৫ জন। ভোট কেন্দ্রে ১ শ’ ৩টি এবং ভোট কক্ষ ৫শ’৪০ টি। নতুন ভোট কেন্দ্রে ২০ টি।