শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উৎসাহ-উদ্দীপনাহীনভাবে চলছে সাতক্ষীরার নির্বাচনী প্রচারণা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২০, ২০১৩ ৩:৪৫ অপরাহ্ণ

Satkhira-map2কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : উৎসাহ-আমেজহীনভাবে চলছে আসন্ন দশম জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা। জাতীয় নির্বাচনকে ঘিরে যেখানে বিপুল উৎসাহ-আমেজ থাকে, প্রায় সকলের মাঝে বিরাজ করে আনন্দমুখর পরিবেশ সেখানে বর্তমানে সেই নির্বাচনের চিত্রটি ঠিক তার বিপরীত। জেলার দুটি সংসদীয় আসন সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা) ও সাতক্ষীরা-২ (সদর) আসনের বিভিন্ন এলাকায় নানান মানুষের মুখে এমনটাই উঠে এসেছে।
বিগত জাতীয় সংসদ নির্বাচন গুলোর বেশিরভাগ গুলোতেই প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও চলেছিল বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দের ঝর্ণাধারা। সেসময় প্রায় সকল ভোটার তাদের ভোট প্রদানের জন্য যেমন উদগ্রীব হয়ে পড়েছিল তেমনি যারা ভোটার হননি এমন কিশোর-যুবকরাও ঈদের আনন্দের মতো নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করেছে অজানা টানে। মোড়ে মোড়ে চায়ের কাপে উঠেছিল নির্বাচনী ঝড়। বিকেল থেকে রাত পর্যন্ত চলেছে প্রার্থীদের ভোট প্রার্থনা করে রকমারী মাইকিং ও প্রচার, চলেছিল বিরামহীন দ্বারে দ্বারে ভোট প্রার্থনা, হয়েছিল বিপুল গণসংযোগ। শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত পড়েছিল বিপুল সাড়া। ছিল নানান আয়োজন ও বিভিন্ন উদ্যোগ। আর ঠিক তার বিপরীত চিত্রটি চলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। প্রতীক বরাদ্দের পর বৃহষ্পতিবার প্রথমবারের মতো নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কলারোয়ায় প্রচার মাইক বের হয় বলে জানা গেছে। আর ২/৩দিন আগে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রথম ক্ষনিকের জন্য প্রথম প্রচার মাইকের দেখা পান এলাকাবাসী। এখনো তেমনভাবে টাঙানো হয়নি কোন প্রার্থীর ব্যানার, পোস্টার। আগে প্রার্থীরা যেখানে অন্যরকম ইমেজে অক্লান্ত প্রচারণা চালিয়েছিলেন সেখানে এখন প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের দেখা পাওয়াও যেন ভাগ্যের ব্যাপারে পরিণত হয়েছে -এমনটাই জানালেন সাধারণ অনেকে। সদর আসনের বেশ কয়েকটি গ্রামাঞ্চলের বাজারে এখনো পৌছেনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নির্বাচনী কর্মযজ্ঞ। জেলার অপর দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদ্য নবনির্বাচিত হতে চলা এমপিদেরও এলাকায় খুব বেশি দেখা পাচ্ছেন না সাধারণ মানুষেরা। সবমিলিয়ে নিরুত্তাপ ও আগ্রহহীন নির্বাচনী প্রচারণা চলছে বলাটা যেন ভুল হবে না। অনেক এলাকার সাধারণ ভোটারদের পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক অনেক আ’লীগ সমর্থক ভোটাররাও আসন্ন নির্বাচনে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। এমনকি অনেকে নির্বাচনী প্রচারণাও অংশ নিচ্ছেন না। নিরুত্তাপ, উৎসাহ-আনন্দহীন নির্বাচনী প্রচারণার পাশাপাশি এ অঞ্চলের বেশিরভাগ মানুষই রয়েছে অজানা আতংকে। সবার মাঝে বিরাজ করছে উদ্বেগ, উৎকন্ঠা আর মানসপটে ভীতিকরাবস্থা। নেতিবাচক নানান অজানা আশংকায় অনেকে নির্বাচনী প্রচারণার আনন্দ হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করলেন। আবার বেশকিছু মানুষ আসন্ন নির্বাচনের প্রচারণায় আগ্রহ না দেখালেও ভোটের দিন তাদের ভোট দেবেন বলে জানালেন। এর পাশাপাশি জেলার দুটি আসনের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা তাদের নিজেদের মতো করে নির্বাচনী এলাকায় গণসংযোগও শুরু করেছেন। তবে সাধারণ অনেকে স্বীকার করলেন বিগত বেশিরভাগ নির্বাচন গুলোর মতো বর্তমানে তেমন পরিবেশ তারা দেখছেন না।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!