সিংড়া (নাটোর) প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিম বলেছেন, জ্বালাও পোড়াও রাজনীতি পরিহার করে ভবিষ্যতে সমঝোতায় আসুন। নইলে জনগণের ন্যায্য অধিকার আপনিই নষ্ট করবেন। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখাবেন না। কারন আওয়ামী লীগও আন্দোলন করতে জানে। তিনি ২০ ডিসেম্বর শুক্রবার বিকেল ৫টায় নাটোরের সিংড়া উপজেলা কোর্টমাঠে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনার সরকারকে জনগন ক্ষমতায় আনবে।
উপজেলা আওয়ামীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এড. সাজেদুর রহমান খান, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার, নব নির্বাচিত নাটোর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল, সাবেক পশু সম্পদ প্রতিমন্ত্রী ও নব নির্বাচিত সংসদ সদস্য আবদুল কুদ্দুস, কেন্দ্রীয় কমিটির সদস্য নাটোর-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আ‘লীগের সহ সভাপতি বিশ্বনাথ দাস কাশিনাথ, পৌর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান কামরান প্রমুখ।
Av‡›`vj‡bi fq †`wL‡q jvf ‡bB, wbe©vPb n‡eB : bvwmg
wmsov (bv‡Uvi) cÖwZwbwa : AvIqvgx jx‡Mi ‡cÖwmwWqvg m`m¨ I mv‡eK ¯^ivóªgš¿x †gv. bvwmg e‡j‡Qb, R¡vjvI †cvovI ivRbxwZ cwinvi K‡i fwel¨‡Z mg‡SvZvq Avmyb| bB‡j RbM‡Yi b¨vh¨ AwaKvi AvcwbB bó Ki‡eb| AvIqvgx jxM‡K Av‡›`vj‡bi fq †`Lv‡eb bv| Kvib AvIqvgx jxMI Av‡›`vjb Ki‡Z Rv‡b| wZwb 20 wW‡m¤^i ïµevi we‡Kj 5Uvq bv‡Uv‡ii wmsov Dc‡Rjv †KvU©gv‡V GK wbe©vPbx c_mfvq cÖavb AwZw_i e³‡e¨ IB K_v e‡jb|
wZwb AviI e‡jb, ‡`‡ki GB Dbœq‡bi aviv Ae¨vnZ ivL‡Z ‡bŠKv gvKv©q †fvU w`‡q AveviI Rb‡bÎx †kL nvwmbvi miKvi‡K RbMb ¶gZvq Avb‡e|
Dc‡Rjv AvIqvgx‡Mi mfvcwZ GW. Iwn`yi ingvb †kL Gi mfvcwZ‡Z¡ we‡kl AwZw_i e³e¨ †`b ivRkvnx wmwU K‡c©v‡ik‡bi mv‡eK mdj †gqi G GBP Gg Lvqiæ¾vgvb wjUb, evsjv‡`k AvIqvgxjx‡Mi mvsMVwbK m¤úv`K Avey mvC` Avj gvngy` ¯^cb, †Rjv †Rjv AvIqvgxjx‡Mi mfvcwZ I †Rjv cwil` †Pqvig¨vb GW. mv‡R`yi ingvb Lvb, mv‡eK hye I µxov cÖwZgš¿x †gvt Avnv` Avjx miKvi, be wbe©vwPZ bv‡Uvi 2 Avm‡bi msm` m`m¨ AvjnvR¡ kwdKzj Bmjvg wkgyj, mv‡eK cï m¤ú` cÖwZgš¿x I be wbe©vwPZ msm` m`m¨ Ave`yj KzÏym, †K›`ªxq KwgwUi m`m¨ bv‡Uvi-3 Avm‡b AvIqvgxjxM g‡bvbxZ msm` m`m¨ cÖv_x© AvjnvR¡ GW. RybvB` Avn‡g` cjK|
G mgq Dcw¯’Z wQ‡jb †Rjv AvÔjx‡Mi mn mfvcwZ wek¦bv_ `vm Kvwkbv_, †cŠi AvIqvgxjx‡Mi mfvcwZ I Dc‡Rjv fvBm †Pqvig¨vb kwdKyj Bmjvg kwdK, fvBm †Pqvig¨vb AvbRygvb Aviv, †cŠi AvIqvgxjx‡Mi mvaviY m¤úv`K RvbœvZzj †di‡`Šm, Dc‡Rjv hyejx‡Mi mvavib m¤úv`K Kvgiæj nvmvb Kvgivb cÖgyL|