আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে রেশমা খাতুন (২৬) নামের এক গৃহবধূ কোলে সন্তান নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে ওই গৃহবধূর স্বামী আদমদীঘির দত্তবাড়িয়া গ্রামের ব্যবসায়ী দেলোয়ার হোসেন ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে থানায় একটি জি.ডি করেছেন। স্বামীর সাথে কলহের কারনে নাকি পরকীয়ার টানে নিখোঁজ রয়েছে এ নিয়ে গ্রামে নানা গুঞ্জন চলছে।
জানাযায়, আদমদীঘির দত্তবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের সাথে নওগাঁর ধোপাকুড়ি গ্রামের রেশমা খাতুনের ৮ বছর পূর্বে বিয়ে হয়। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ছোট খাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য চলে। গত বুধবার স্বামী দেলোয়ার হোসেন দুপচাঁচিয়া ব্যবসা প্রতিষ্ঠানে থাকা কালে স্ত্রী রেশমা মোবাইল ফোনে পিত্রালয়ে যাবার কথা বলে ২ বছর বয়সের কোলের শিশু সন্তান রাহিমকে নিয়ে বিকেলে বাড়ী থেকে বের হয়ে যায়। রেশমা তার পিত্রালয় ধোপাকুড়ি গ্রামে না গিয়ে রহস্য জনক ভাবে নিখোঁজ হয় বলে দেলোয়ার হোসেন জানান।