সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বৃহস্পতিবার পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় পৌর বিএনপি আয়োজিত তত্ত¡াবধায়ক সরকার পুনঃবহালের দাবীতে ১৮ দলের ডাকা অবরোধ সফল করার লক্ষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সমাবেশ করে।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিকদলের সভাপতি শাখাওয়াত হোসেন শাখার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইব্রাহিম খলিল ফটিক, রেজাউল করিম রেজা,আদেশ আলী, বোরহান উদ্দিন বাবু, রুহুল আমিন, লোকমান হাবিব,রফিকুল ইসলাম রফিক, আহসান হাবিব রোজ, সাইদুর রহমান সাধু,আতিকুর রহমান লিটন,মহিদুল ইসলাম,তায়েজুল ইসলাম, আবদুল্লাহ আল কাফি, আবু সাইদ পলাশ,আতাউল গণি পলাশ,জুবায়ের হোসেন প্রমূখ।