সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে নিপা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রনের উপর এক দিনের অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার সভা কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোগনিয়ন্ত্রন শাখা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডা. বিভাষ চন্দ্র মানির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা। নিপা ভাইরাস নিয়ন্ত্রনের উপায় ও বিভিন্ন দিক তুলে ধরে মুল বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের ডা. রাসেল। এসময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার, আলহাজ্ব ওমর আলী, বণিক সমিতির সভাপতি শ্রী মন্মথ সাহা, শিক্ষক, ইমাম, পুরহিত, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।