রামগঞ্জ(লক্ষীপুর)প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার ৪নম্বর ইছাপুর ইউনিয়নের দক্ষিন নারায়নপুর গ্রামের আবদুর রশিদ মিয়াজী বাড়ীতে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব ্এম এ আউয়ালের বাসভবনে অজ্ঞাত দূর্বৃত্তরা আজ বুধবার ভোরে ২টি পেট্টোল বোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করেছে বলে জানা গেছে । তবে কোন ক্ষতি হয়নি। এ ব্যাপারে জানতে চাহিলে স্থানীয় ও রামগঞ্জ লোকজন জানান, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়ালকে আমরা চিনি না, কখনো দেখিনি, তার বাড়ি যে রামগঞ্জ উপজেলা নয়ন পুর গ্রামে। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে মনোনয়ন পেয়ে আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন বলে জানতে পারি । পেট্রোল বোমা মারা রহস্য জনক। সম্প্রতি উপজেলা রিটার্নিং অফিসারের কাছ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়ালের পক্ষে রামগঞ্জ মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেন তার ছোট ভাই আবদুস ছালাম