রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সেকেন্দার আলী ওরফে লিমন ও রাজারহাট এম,আই ডিগ্রী কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাঃ সম্পাদক আব্দুল জব্বারসহ ৮ নেতা-কর্মীকে বহিস্কার করা হয়েছে। কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর (বিপ্লব) স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই বহিস্কারাদেশ ঘোষণা করা হয়। বহিস্কৃতরা হলো-উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সেকেন্দার আলী ওরফে লিমন, এম,আই ডিগ্রী কলেজ শাখার সাঃ সম্পাদক আব্দুল জব্বার, সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান, যুগ্ম সাঃ সম্পাদক সবুজ, সহ-সাঃ সম্পাদক লিটু, খোকন, সদস্য রাশেদুল ইসলাম বাবু এবং চাকিরপশার ইউপি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবিব। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার জন্য প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অপরদিকে গত ৫ ডিসেম্বর ২০১৩ ইং হতে রাজারহাট এম,আই ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্র“পের মধ্যে বিবাদ চলে আসছিল। এরই সুত্র ধরে গত ২৩ নভেম্বর ২০১৩ ইং সকাল অনুমান ১১ ঘটিকায় কলেজ ছাত্রদলের সাঃ সম্পাদক আঃ জব্বারের নেতৃত্বে একদল ছাত্রদলের নেতা-কর্মী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে রাজারহাট বাজারে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজসহ ৩ নেতা-কর্মীকে বেধরক মারপিট করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মোঃ আব্দুর রাজ্জাক বাদী হয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সেকেন্দার আলী ওরফে লিমন (২৫) কে প্রধান আসামী করে ১০ জনের নামে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন।