মেহেরপুর প্রতিনিধি : র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বুধবার মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস/২০১৩ পালিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ও ব্রাকের সহযোগিতায় সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন এনডিসি হুমায়ন কবির, সহকারি কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, শাহিনা শবনম, মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মোঃ আশকার আলী, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম বিষয়ক মেহেরপুর জেলা প্রতিনিধি আজমল হোসেনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।