বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিলনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৯, ২০১৩ ৪:৪১ অপরাহ্ণ

Chhatak Photoছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনসহ দোয়ারাবাজার ও ছাতক উপজেলা বিএনপির নেতাকর্মীদের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন। বুধবার দুপুরে দোয়ারা উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দোয়ারা থানার সামনে এসে পথসভায় মিলিত হয়।
এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল ছোবাহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর-রশীদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, বিএনপি নেতা আমির হোসেন মেম্বার, খলিলুর রহমান, এম আব্দুল্লাহ, ফরিদ উদ্দিন আহমদ, মনির উদ্দিন, আব্দুল মতিন, জয়নুল আবেদীন, আব্দুল হাই, আব্দুল কুদ্দুস মেম্বার, সৈয়দুল বশর মেম্বার, এখলাছুর রহমান তালুকদার, আফতাব উদ্দিন মেম্বার, হাজী মহিবুর রহমান মেম্বার, ফারুক মিয়া, কাজি মনিরুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক হাজী আব্দুল বারী, যুবদল নেতা ইসমাইল হোসেন, হযরত আলী, ফারুক মিয়া, নাসির উদ্দিন, ডাঃ অদুদ মিয়া, জামাল উদ্দিন, ডাঃ ফারুক আহমদ, আব্দুল মছব্বির মেম্বার, আব্দুল ওয়াদুদ, ছোরাব মিয়া, নুরুল ইসলাম মেম্বার, সুমন মিয়া, মহি উদ্দিন, নুরুজ্জামান, আব্দুর রউফ, রফিকুর রহমান, ফখরুল ইসলাম, হাবিবুর রহমান, আমিনুল ইসলাম, রিগেন মিয়া, ডাঃ আলম শিকদার, আব্দুস শহিদ বাপন, ছাত্রদল নেতা নজরুল ইসলাম, জহির উদ্দিন, নুরুল ইসলাম, বুরহান উদ্দিন, শিপন মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, আ’লীগ নামধারীরা ছাতকে বিএনপির শান্তিপূর্ণ অবরোধের সময় মিছিল সহকারে হামলা চালিয়ে বিএনপি অফিস ভাংচুর করে মালামালে আগুন ধরিয়ে দেয় এবং নেতাকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষন করেছে। এরপরও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনসহ বিএনপি’র ৪শ’ নেতাকর্মীদের বিরুদ্ধে ৩টি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সকল নেতাকর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন বক্তারা। সভায় কলিম উদ্দিন আহমদ মিলনসহ বিএনপি নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দোয়ারাবাজার উপজেলার সকল ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ করার কর্মসূচি ঘোষনা করা হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!