মধুখালী (ফরিদপুর ) প্রতিনিধি : মধুখালী উপজেলা সদরের পশ্চিম গাড়াখোলার আবাসন প্রকল্পে বসবাসরত রেবেকা (২৬) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে।
জানা যায়, আবাসন প্রকল্পে বসবাসকারী রেবেকা ও তার স্বামী হায়দার আলী প্রায়ই পারিবারিক কলহে লিপ্ত হতো। নিহত রেবেকা ও হায়দার আলী এক কন্যা (৮) ও এক পুত্র (৫) সন্তান নিয়ে ভূমিহীন হিসেবে আবাসন প্রকল্পে স্থান করে নিয়েছিল। ঘটনার দিন দুপুরে স¦ামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারপিটের ঘটনা ঘটে। কিছুক্ষন পরেই গলায় লাল ওড়না পেঁচানো অবস্থায় রেবেকার লাশ উদ্ধার করা হয়। তার গলার দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। রাজবাড়ী জেলার শায়েস্তাপুর গ্রামের রেবেকার পিতা হান্নান সেক অভিযোগ করেন তার কন্যাকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে।