মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ টি এষ্টেট ষ্টাফ এসোসিয়েশনের নির্বাচন সোমবার শান্তিপুর্নভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কুরমা চা-বাগানের এম ইকবাল চৌধুরী সভাপতি ও হিঙ্গাজিয়া চা-বাগানের মোঃ জাকারিয়া সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নিউসমনভাগ চা-বাগানের দীপক কুমার ধর ও শমসেরনগর চা-বাগানেরপ্রদ্যুৎ কুমার দত্ত,সহ-সাধারন সম্পাদক পদে লাক্কাতুরা চা-বাগানের আক্তার হোসেন ভুইয়া মিন্টু ও লংলা চা-বাগানের দেলোয়ার হোসেন,কোষাধ্যক্ষ লাক্কাতুরা চা-বাগানের এই্চএম জাফর চৌধুরী বুলবুল,প্রচার সম্পাদক হিঙ্গাজিয়া চা-বাগানের আমিনুর রহমান,সমাজসেবা সম্পাদক আমু চা-বাগানের মিজানুর রহমান মানিক এবং আঞ্চলিক প্রতিনিধি পদে নর্থ সিলেট-খান চা-বাগানের আব্দুল কালাম ও কালাগুল চা-বাগানের সঞ্জয় আচার্য,জুরী-বিনা প্রতিদ্বন্দিতায় ফুলতলা চা-বাগানের আহমদ হোসেন চৌধুরী হাসান ও সোনারুপা চা-বাগানের সুরঞ্জিৎ সিনহা,লংলা-লংলা চা-বাগানের জ্ঞান শংকর গৌড় ও লোহাইউনি চা-বাগানের ময়নুল ইসলাম,মনু-শমসেরনগর চা-বাগানের তানভির হাসান ও আলীনগর চা-বাগানের আক্তার হোসেন পাঠোয়ারী,দলই-মদনমোহনপুর চা-বাগানের আব্দুল ওয়াহিদ ও পাত্রখোলা চা-বাগানের আলমগীর চৌধুরী,বালিশিরা উত্তরাঞ্চল-মাজদিহি চা-বাগানের সঞ্জয়কান্তি ভট্টাচার্য ও সৈয়দ আমিরুল আলম,বালিশিরা পুর্বাঞ্চল-হরিনছড়া চা-বাগানের শামীম রেজা ও বিদ্যাবিল চা-বাগানের এ,আর, চৌধূরী শাহীন,বালিশিরা পশ্চিমাঞ্চল-মির্জাপুর চা-বাগানের আতাউর রহমান ও আমতলী চা-বাগানের নাছিম মিয়া তরফদার,লস্করপুর পুর্বাঞ্চল-আমু চা-বাগানের বিমল প্রসাদ কানু ও নালুয়া চা-বাগানের এনাম চৌধুরী,লস্করপুর উত্তর-লস্করপুর চা-বাগানের গোপাল চন্দ্র দাস ও দেউন্দি চা-বাগানের সুনিল বিশ্বাস,লস্করপুর পশ্চিমাঞ্চল-জগদীশপুর চা-বাগানের আই.এ.চৌধুরী জাহাঙ্গীর আলম ও সুরমা চা-বাগানের প্রদীপ গৌড়,চট্টগ্রাম-বিনা প্রতিদ্বন্দিতায় কর্ণফুলী চা-বাগানের কুতুব উদ্দিন চৌধুরী ও মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
দেশের ১৩১টি চা-বাগানের ২৫৯২জন ভোটারের মধ্যে ১২ কেন্দ্রে অনুষ্টিত নির্বাচনে ২৪৮৬জন ভোটার অংশ গ্রহন করেন। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক মিছবাহ উদ্দিন আহমদ চৌধুরী ও সদস্য সচিব শেখ কাওছার আহমদ।