বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানের লজ্জা থাকা উচিত : মতিয়া চৌধুরী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৯, ২০১৩ ৯:০৩ অপরাহ্ণ

matiaজাহাঙ্গীর আলম তালুকদার (নালিতাবাড়ী) শেরপুর : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, নির্বাচনকালীন সরকারের কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মানবতা বিরোধী অপরাধে দন্ডিত কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘটনায় পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব পাশের তীব্র নিন্দা করে পাকিস্তানের উদ্দেশ্যে বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আপনাদের নিয়াজি ও টিক্কা খানেরা রিভলবার গুলি খুলে সবুজ ঘাঁসে নাক ঘষে স্যারেন্ডার করেছিলেন। এখন বাংলাদেশে অভ্যন্তরিণ বিষয় নিয়ে নাক গলান। লজ্জা করে না, আপনাদের লজ্জা থাকা উচিত। তিনি ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর নির্বাচনীয় এলাকা শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোন ঠুনকো জিনিস নয়। আমাদের  অভ্যন্তরিণ বিষয় নিয়ে নাক গলাবেন না। যদি কেউ নাক গলাতে আসে, আমরা কঠিন শিলার ঐক্য নিয়ে তা মোকাবেলা করব।
মতিয়া চৌধুরী বলেন, নালিতাবাড়ীর মাটি নৌকার ঘাটি। কোন নির্যাতন, নিপীড়ন, ষড়যন্ত্র আ.লীগকে স্পর্শ করতে পারবে না। কেউ নৌকাকে রুখতেও পারবে না। আগামী ৫ জানুয়ারী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধও জানান তিনি।
উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন,নকলা উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রাবানী, নালিতাবাড়ী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।
এর আগে বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় শতাধিক বাস-ট্রাকে করে লোকজন আনা হয়। পরে সমাবেশ শেষে মতিয়া চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Shamol Bangla Ads

motia showdown pic

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!