ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ধামইরহাটে ১৮ দলের ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচীর শেষ দিনে ভাংচুরসহ উত্তেজনার মধ্য দিয়ে পালিত হয়েছে। অবরোধের ৩য় দিন বুধবার ১৮ দল ও অঙ্গ সংগঠন সহ পৌর যুবদলের নেতৃত্বে বেলা সাড়ে ১১ টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে পৌর বিএনপির সভাপতি আঃ খালেকের সভাপতিত্বে একটি প্রতিবাদ সভা আমাইতাড়া মোড়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, পৌর যুবদল সভাপতি আনিছুর রহমান মামুন, ছাত্রদল কলেজ শাখার সাবেক সভাপতি রুহেল হোসেন সুমন, ছাত্র শিবির নেতা মুজাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা সরকারের প্রতি হুশিয়ারি উচচারন করে বলেন বর্তমান সরকারের গণগ্রেফতার, পুলিশি নির্যাতন, রাজবন্দীদের মুক্তি ও বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে তত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বেন।