ঝালকাঠি প্রতিনিধি : ২১ তম জাতীয় টিকা দিবস উপলক্ষে ঝালকাঠি জেলায় ৮৫ হাজার ২৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ উপলক্ষে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় ঝালকাঠি সিভিল সার্জন সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বলা হয়, ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২১তম জাতীয় টিকা দিবস উপলক্ষে ঝালকাঠি জেলায় ৮শ ৮৪ টি কেন্দ্রে ০ থেকে ৫ বছর বয়সের সকল শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মাহাবুবুর রহমান, ডাঃ জহিরুল ইসলাম, শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা গৌতম কুমার ও প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত প্রমূখ।
