ঠাকুরগাঁও প্রতিনিধি : গাড়ি পোড়ানোর মামলায় ঠাকুরগাঁওয়ের বিএনপির ৩ নেতাকে জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ৮ জন বিএনপি নেতা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতে গাড়ি পোড়ানো মামলায় আত্মসমর্পণ করলে আদালত ৫ জনকে জামিন দেয়। অপর ৩ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এরা হচ্ছে বিএনপি নেতা সুরকান,নরু ও জাহিদুল।
উল্লেখ্য, দশম জাতীয় নির্বাচন তফসিল ঘোষনার দিনে শহরের জিলা স্কুলের সামনে ১৮ দলের নেতা-কর্মীরা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনা ১৩ জনে বিরুদ্ধে মামলা হয়।