কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলার মজিদপুর দলিত প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিরাপদ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলিত শিক্ষা সমন্বয়কারী ধরাদেবী দাস। শিক্ষক অরুন দাসের সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল কাশেম, শিক্ষা সুপার ভাইজার বিপ্লব মন্ডল, শিক্ষক সুভাশিষ দত্ত, মোঃ আশরাফুজ্জামান, সাধন দাস, আব্দুল করিম প্রমুখ।