শ্যামলবাংলা ডেস্ক : জনগণকে বিভ্রান্ত করতেই আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা দশম নয়, একাদশ সংসদ নিয়ে সংলাপ চলার কথা বলছেন বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ১৮ ডিসেম্বর বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই দাবি করেন।
বিবৃতিতে ফখরুল বলেন, জনগণকে বিভ্রান্ত করবার জন্য দলীয় মন্ত্রী ও নেতৃবৃন্দ বলছেন দশম নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপ চলছে। এটা অসত্য ও নির্লজ্জ মিথ্যাচার।
তিনি বলেন, আমরা এ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি তা দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার কথা ভেবে আমরা দশম জাতীয় সংসদ নির্বাচনে, নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনা এবং সেজন্য চলমান নির্বাচনী তফসিল স্থগিত করার দাবিতেই সংলাপে অংশ নিয়েছিলাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নয়।
দশম জাতীয় সংসদ নির্বাচন ইতোমধ্যেই জনগণ প্রত্যাখ্যান করেছে এবং বর্জন করেছে বলেই ১৫৪ আসনে কোন প্রার্থী নেই দাবি করে ফখরুল বিবৃতিতে বলেন, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এটা কলঙ্কময় নজির হয়ে থাকবে।
GKv`k msm` wb‡q msjvc wg_¨vPvi : wgR©v dLi“j
k¨vgjevsjv †W¯‹ : RbMY‡K weåvš— Ki‡ZB AvIqvgx jx‡Mi gš¿x I ‡bZviv `kg bq, GKv`k msm` wb‡q msjvc Pjvi K_v ej‡Qb e‡j `vwe K‡i‡Qb weGbwci fvic«vß gnvmwPe wgR©v dLi“j Bmjvg AvjgMxi| wZwb 18 wW‡m¤^i eyaevi we‡K‡j MYgva¨‡g cvVv‡bv GK wee…wZ‡Z IB `vwe K‡ib|
wee…wZ‡Z dLi“j e‡jb, RbMY‡K weåvš— Kievi Rb¨ `jxq gš¿x I ‡bZ…e„›` ej‡Qb `kg bq, GKv`k RvZxq msm` wbe©vPb wb‡q msjvc Pj‡Q| GUv AmZ¨ I wbj©¾ wg_¨vPvi|
wZwb e‡jb, Avgiv G ch©š— hZUyKy Av‡jvPbv K‡iwQ Zv `kg RvZxq msm` wbe©vPb wb‡q| Avgiv `…pZvi m‡½ ej‡Z PvB, RbM‡Yi `y‡f©v‡Mi K_v wPš—v K‡i ‡`‡ki MYZvwš¿K w¯’wZkxjZvi K_v ‡f‡e Avgiv `kg RvZxq msm` wbe©vP‡b, wbe©vPbKvjxb miKvi wel‡q Av‡jvPbv Ges ‡mRb¨ Pjgvb wbe©vPbx Zdwmj ¯’wMZ Kivi `vwe‡ZB msjv‡c Ask wb‡qwQjvg| GKv`k RvZxq msm` wbe©vPb wb‡q bq|
`kg RvZxq msm` wbe©vPb B‡Zvg‡a¨B RbMY c«Z¨vL¨vb K‡i‡Q Ges eR©b K‡i‡Q e‡jB 154 Avm‡b ‡Kvb c«v_©x ‡bB `vwe K‡i dLi“j wee…wZ‡Z e‡jb, evsjv‡`‡ki wbe©vP‡bi BwZnv‡m GUv Kj¼gq bwRi n‡q _vK‡e|