টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ভাংচুর ও অগ্নিসংযোগের মধ্যে দিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ৭২ ঘন্টা অবরোধের তৃতীয় দিন পালিত হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আহম্মেদ আযম খান ও সাধারন সম্পাদক শামছুল আলম তোফার নেতৃত্বে ১৮ দলের বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বঙ্গবন্ধু সেতু ঢাকা মহাসড়কের আশেকপুর বাইপাসে গিয়ে শেষ হয়। পনে সেখানে মহাসড়কের উপর বসে অবস্থান নেয়। এসময় ঢাকার সাথে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর বঙ্গ ও ময়সনসিংহে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর পুর্বে অবরোধকারীরা মহসড়কের নদরজলফৈই, মির্জাপুরে গোডাই ও ঘাটাইলের কলেজ গেটে টায়ার আগুন জালিয়ে অবরোধ সৃষ্টি করে। রাতে অবরোধকারীরা পিকেটিং করে সদও শহর ও উপজেলার বিভিন্ন স্থানে ৮/১০টি সিএনজি ও আটোরিক্সা ভাংচুর করে। টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে কোন বাস ছেড়ে যায়নি এবং আসেনি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।