চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : ৭২ ঘন্টা আবোরধে ৩য় দিন রাজশাহীর চারঘাটে শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। দুই-একটি বিছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন ঘটনা ঘটেনি। সকাল ৯টার দিকে সারদা বাজার ও হলিদাগাছিতে ৪টি মটরসাইকেল ভাংচুর করা হয়। পরে সারদা বাজারে ১৮দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন মামলার অভিযান অব্যাহত রয়েছে।