স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত বিভিন্ন কৃষিযন্ত্রের কার্যকারিতা সম্পর্কে কৃষকদের ব্যবহারিক জ্ঞান প্রদানের জন্য শেরপুরের নকলায় এক মাঠ প্রদর্শনী হয়েছে। ১৭ ও ১৮ ডিসেম্বর ২ দিনব্যাপী ওই মাঠ প্রদর্শনী উপজেলার চন্দ্রকোনা ও চর অষ্টধর ইউনিয়নের বিভিন্ন কৃষি ব্লকে অনুষ্ঠিত হয়। ‘কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের ‘ফার্ম মেশিনারিজ এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনীয়ারিং’ বিভাগ শেরপুর খামারবাড়ীর সহায়তায় ওই মাঠ প্রদর্শনীর আয়োজন করে।
এসময় জমি কর্ষণ থেকে শুরু করে শস্যকর্তন ও সংরক্ষণ পর্যন্ত বারি উদ্ভাবিত বিভিন্ন কৃষি যন্ত্রের সুবিধা, ক্রীয়াকৌশল, পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে কৃষকদের সম্যক ধারণা দেওয়া হয়। তাছাড়া ওইসব কৃষি যন্ত্রপাতি ক্রয়ে সরকারের ভর্তূকি প্রদানের গুরুত্ব ও সুযোগ সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ, বারি’র বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুর রহমান, শস্য উৎপাদন বিশেষজ্ঞ বিলাস চন্দ্র পাল, নকলা উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফ উদ্দিন, ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পরেশ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।