স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতীতে দশম জাতীয় সংসদ নির্বাচনে মশাল মার্কার সমর্থনে এক বিশাল মিছিল হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার তিনানী বাজার থেকে মিছিলটি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। এদিকে ৫ শতাধিক কর্মী নিয়ে জাসদে যোগদান করেছেন হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন।
মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন, জাসদ ছাত্রলীগ সভাপতি একেএম ছামেদুল হক, বাদল, আব্দুল মান্নান প্রমুখ।