ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা মুক্তিযোদ্ধার সংরক্ষিত শয্যা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন মহিলা মুক্তিযোদ্ধারা।
উপজেলার মহিলা মুক্তিযোদ্ধারা জানান, বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান খেতাব, রাষ্ট্রিয় মর্যাদায় দাফন, স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত শয্যাসহ নানা সুযোগ-সুবিধা প্রদান করলেও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ কর্তৃপক্ষ সরকারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মহিলা মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত শয্যা না রেখে একটি মাত্র শয্যা পুরুষ ওয়ার্ডে রেখেছেন। পুরুষ ওয়ার্ডে অসুস্থ্য মহিলা মুক্তিযোদ্ধাদের কি ভাবে রাখবে এমন প্রশ্ন তাঁদের। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলার সচেতনমহল। তারা বলেন, স্বাস্থ্য কমপ্লে´ে যে সব কোয়াটার রয়েছে সে সব কোয়াটারে ডাক্তারেরা বসবাস না করে যে ঘরটি কেবিন করার কথা সে ঘরটি ডাক্তারেরা দখল করে বসবাস করছেন। তারা বলেন, ঐ ঘরটি যদি কেবিন করা হয় তবে অসুস্থ্য পুরুষ ও মহিলা মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত শয্যা করার দাবীর করেছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহম্মদ আলী আকবর সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপাততঃ একটি সংরক্ষিত শয্যার অনুমতি আছে তবে মহিলা মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের মহিলা সদস্যা চিকিৎসা নিতে আসলে সম্মানজনক ভাবে শয্যা ও চিকিৎসার সুব্যবস্থা নেয়া হবে বলে জানান।