ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে রাধানগর নৈশ বিদ্যালয় ও পাঠাগারের মহান বিজয় দিবস উপলক্ষে খেলাধুলা ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় তাদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে সকলের জন্য নানান ধরনের খেলাধুলার আয়োজন করে। সন্ধ্যায় পুরষ্কার বিতরণ ও এলাকার শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
রাধানগর নৈশ বিদ্যালয় ও পাঠাগারের সিনিয়র সহসভাপতি নুরজালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ নুরুল ইসলাম কালু ডাক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ফারুক আহমেদ মেম্বার, আব্দুল আজিজ লায়েক, ক্লাব সভাপতি আহম্মদ আল মামুন, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ লালন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ খেলাধুলার বিজয়ীদের ও এলাকার ১৫জন শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।