চুয়াডাঙ্গা প্রতিনিধি : বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ২০ বোতল মদ, ৩১১ বোতল ফেন্সিডিল, ১০০০টি এলইডি বাল্ব, ৩৫০০টি বিভিন্ন প্রকার পার্টস, ৪টি প্লাস্টিক বস্তা আটক করেছে। বুধবার সকাল ১০টায় এক পেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মনিরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিন্থ বিভিন্ন বিওপির ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। মালামাল গুলোর আনুমানিক মূল্য তিন লক্ষ উনআশি হাজার চারশত চলিশ টাকা।