ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৩ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেতাগী শহরে অগ্নিকান্ড ; ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০১৩ ৭:৪৯ অপরাহ্ণ

IMG_1320 বেতাগী(বরগুনা)সংবাদদাতা : বেতাগীতে পৌর শহরে আগুনে পুড়ে সিমেন্টের দোকান,বীমা প্রতিষ্ঠান,ড্রেজার অফিস ও গুদামঘর,ফার্নিচার দোকানসহ ৬টি প্রতিষ্ঠান ও ঘর সম্পুর্নভাবে ভস্মিভুত হয়েছে। হাবীবুর রহমান(৮০)নামে পুড়ে মারা গেছে ১ জন। আগুনে পুড়ে ৫০ লক্ষাধিক টাকার সস্পদের ক্ষতি হয়েছে।বুধবার রাত ২টার সময় বেতাগী টাউনব্রীজ সংলগ্ন পুরাতন থানা সড়কে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিস আসার আগেই তিন  ঘন্টার ব্যবধানে  ঘর গুলো পুড়ে ছাই হয়ে যায়।সাবেক কাউন্সিলর সিদ্দিকুর রহমানের  ঘরে মানুষিক ভারসাম্যহীন   হাবীবুর রহমান ঘুমন্ত অবস্থায় তার পাশে থাকা  জ্বালানো  হেরিকেন ও মোমবতি থেকে আগুনের সুএপাত হয়েছে বলে স্থানীয়রা জানায়। ফায়ার সার্ভিস আসার পুর্বে আগুন নিয়ন্ত্রন আসে।পার্শ্ববর্তী লোকজন টের পাওয়ার পর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।এতে আল-আমিন খন্দকারের খান এন্টার প্রাইজ,,নবীন খানের রানা এন্টার প্রাইজ,শামসুল হকের ফার্নিচার দোকান,পান্না খানের চেম্বার ,মোঃ জাফর ও মোঃ শামীমের ৮টি ভ্যান এবং  গোলাম সরোয়ার রিয়াদ,সিদ্দিকুর রহমান,রশীদ মোল্লা, আব্দুল কাদের খান ও মোঃ জাকেরের ঘর পুড়ে যায়।  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার জানান, হেরিকেন ও মোমবতি থেকে আগুনের সুএপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ দিকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও  ঘর মালিকদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানাগেছে। ঘটনার পরপরই বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন,অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ভাইস  চ্যান্সেলর প্রফেসর ড. এম. আবুল হোসেন সিকদার,সাবেক এমপি ড.আবদুর রহমান খোকন ও উপজেলা চেয়ারম্যন এবিএম গোলাম কবির সেখানে ছুঁটে গিয়ে ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!