পিরোজপুর প্রতিনিধি : জেলার নাজিরপুর উপজেলায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধ দিবস হরতাল ডেকেছে উপজেলা ছাত্রদল।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবুল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদকসহ দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবীতে এ হরতালের ডাকা হয়েছে। ১৬ ডিসেম্বর বিকেলে উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও স্বেচ্ছাসেবকদলের যুগ্মআহবায়ক এনামূল করিম শিপনকে গ্রেফতার করে পুলিশ।