শাহআলম,টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়তের আশেকপুরে বিক্ষোভ মিছিল ও মহাসড়কে অবস্থান নিয়ে বুধবার ৭২ ঘন্টা দ্বিতীয় দিনের অবরোধ কর্মসুচি পালন করছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মিরা। জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আহম্মেদ আযম খান ও সাধারন সম্পাদক শামছুল আলম তোফার নেতৃত্বে জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল কওে টাঙ্গাইল শহর বাইপাসে আশেকপুর মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এসময় তারা মহাসড়কে খন্ড খন্ড মিছিল শেষে সড়কের উপর বসে পড়ে। এতে করে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সড়কে উত্তর বঙ্গের সাথে সকল প্রকার যান যোগাযোগ বন্ধ হয়ে যায়। শহরের উপর কিছ ুকিছু সিএনজি অট্রোরিক্সা, টেম্পু,ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। পরিস্থিতি মোকাবেলা করতে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।