পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বুধবার শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শুরু হল কিন্ডারগার্ন্টেন স্কুল সমিতির শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি ভিত্তিক বৃত্তি পরিক্ষা। পরিক্ষায় দুইটি সমিতির ৮৬০জন কোমলমতি শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব পূর্বধলা (কেপ) সমিতির আওতায় ৪০টি স্কুলের ৪৬১জন ছাত্র-ছাত্রী বৃত্তি পরিক্ষায় অংশ নেয়। সভাপতি ও পূর্বধলা প্রি ক্যাডেট স্কুলের পরিচালক ফজলুল হকের সাথে কথা বলে জানা যায়, তাদের সমিতির শতকরা ১০ভাগ ট্যালেন্টপুলে এবং ২০ভাগ ছাত্র-ছাত্রী সাধারন কোটায় বৃত্তি পাবে। কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার সোসাইটির (কেডবিøউএস) আওতায় ২৩টি স্কুলের ৩৯৯ জন শিক্ষার্থী অংশ করে। ছাত্র-ছাত্রীদের মধ্যে আগ্রহ-উদ্দিপনার কোন কমতি নেই। কিন্তু অবিভাবক গণের সাথে কথা বলে বিভিন্ন অভিযোগ পাওয়া যায়, এই অবরোধের মধ্যে দূর এলাকা থেকে ছেলে মেয়েদের নিয়ে পরীক্ষার হলে আসতে অনেক কষ্ট হয়েছে। পরিক্ষা শেষে বিকেলে ফেরার সময় আবার ও পড়তে হবে যানবাহন সমস্যায়। তারা দেশের এই সমস্যার দ্রুত সমাধান চান।